সদ্যপ্রয়াত দেবনারায়ণ গুপ্ত (১৯১০-২০০০) নাট্যকার- পরিচালক রূপে বাংলা পেশাদার রঙ্গালয়ে বহুদিন বিশিষ্ট ভূমিকায় সক্রিয় থেকেছেন। অথচ আধুনিক নাট্যচিন্তায় তাঁর আগ্রহ তাঁকে সারা জীবনই অপেশাদার নাট্যচর্চার সান্নিধ্যে রেখেছিল। এই অন্য থিয়েটারের দৃষ্টিকোণ থেকেই বাংলা পেশাদার রঙ্গালয়ের পরম্পরায় তিনি বেশভূষার বিবর্তন বিচার করেছেন। নাট্যশোধ সংস্থানে প্রদত্ত এই ভাষণটি মুদ্রিত ভাষ্যে সংযোজিত হয়েছে পুরাতন বাংলা থিয়েটারের এক দুর্লভ চিত্ররাজি – যার মধ্যে মূর্ত হয়ে ওঠে মঞ্চসজ্জা ও বেশভূষার এক দীর্ঘ ঐতিহ্য। আর এই ইতিহাস পর্যালোচনায় আভানিত হয় এক মঞ্চদর্শন যা আজকের মঞ্চকর্মীদেরও প্রেরণাস্থল হতে পারে।
There are no reviews yet.