বাংলা দেহতত্ত্বের গান এমন এক গীতি-সংকলন, যা অভিনব এক গুহ্য সাধন জগতের সংকেত বয়ে আনে। সেই চর্যাগীতির সময় থেকে এখনও পর্যন্ত রচিত হচ্ছে নানা বর্গের, নানা ভাবনার ও নানা ধরনের দেহাত্মবোধের গান। তার থেকে নির্বাচন করে লোকায়ত বাঙালি সাধক ও গীতিকারদের লেখা ৩০০ গান এ বইয়ে সংকলিত। লালন শাহ, লালশশী, হাসন রাজা, দুদ্দু শাহ, পাঞ্জু শাহ, কুবির গোঁসাই, যাদুবিন্দু, জালাল, রশিদ, দীন শরৎ, হাউড়ে গোঁসাই থেকে শুরু করে হালের ভবা পাগল, সনাতনদাস বাউল, আশানন্দন চট্টরাজ পর্যন্ত দুই বাংলার সকল গুরুত্বপূর্ণ গীতিকারের দেহতত্ত্বের গানের সঞ্চয়ন। সম্পাদনা করেছেন সুধীর চক্রবর্তী। সঙ্গে আছে তাঁর লেখা সুদীর্ঘ ভূমিকা ও দেহতত্ত্বের ভাষ্য।