সৌমিত্র চট্টোপাধ্যায়ের দীর্ঘ সাক্ষাৎকারের তালিকা এতদিনে যথেষ্ট দীর্ঘ হলেও এই গ্রন্থপ্রমাণ সাক্ষাৎকারটির বৈশিষ্ট্য অনসূয়া রায় চৌধুরীর ঈর্ষণীয় পূর্বপ্রস্তুতি। তথ্যসংগ্রহ ও তথ্যবিশ্লেষণের যে অনুসন্ধিৎসায় এই প্রস্তুতির সূচনা তার নিরসনে সৌমিত্রবাবুর আন্তরিকতাই এই সাক্ষাৎকার পর্বটিকে এমন সমৃদ্ধ করেছে, ভাববার মতো এত বিষয় তুলে এনেছে। ‘অপুর সংসার’ থেকে শুরু করে আজ পর্যন্ত সৌমিত্রবাবুর অভিনয় ক্ষমতার যে বিকাশ আমরা সসম্ভ্রমে লক্ষ করেছি, তার মূলে রয়েছে যে জীবনবোধ তথা জীবনচিন্তা তা এই সাক্ষাৎকারে স্বমহিমায় উদ্ঘাটিত।
There are no reviews yet.